ইনফরমশেন অ্যাকসেস সেন্টার IAC বিষয়:
ইনফরমশেন অ্যাকসেস সেন্টার তথ্যপ্রযুক্তি ব্যবহারিক জ্ঞান নির্ভর অফলাইন র্লানিং প্ল্যাটর্ফম । যেখানে স্থানীয় শিক্ষার্থীদের জন্য কম্পিউটার পোগ্রাম ও পোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার পরিবেশ রয়েছে। সফল হওয়ার জন্য প্রযুক্তিতে দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। সময়োপযোগী হার্ডওয়্যার এবং সফ্টওয়্যারের সহযোগিতায় একটি আধুনিক আইটি ল্যাব স্থাপন করে স্থানীয় বাসিন্দাদের আইটি দক্ষতা অর্জনে IAC বিভিন্ন আইটি প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে।
IAC -এর সহযোগিতায় প্রতিষ্ঠিত ইনফরমশেন অ্যাকসেস ট্রেনিং ইনস্টিটিউট তথ্যপ্রযুক্তির বিভিন্ন ট্রেড সুযোগ্য প্রশিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে। প্রতি বছর অনেক শিক্ষার্থী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্যজনক ফলাফল অর্জন করছে। এইভাবে IAC ভবিষ্যত তরুণ প্রজন্মের মধ্যে আইটিতে ব্যবহারিক জ্ঞান ও বাস্তবমুখী কাজে বিশেষ ভূমিকা পালন করছে।
লোকেশন : IAC চাঁদপুর শহরের কাজী নজরুল ইসলাম সড়কে চাঁদপুর পৌর পাঠাগারের দক্ষিণে (চাঁদপুর ল কলেজ একাডেমিক ভবন) নিচতলায় অবস্থিত। নীচের গুগল ম্যাপে অবস্থানটি দেখুন।

Founder & Principal
Rtn. PP Asif Islam
PGD in ICT
BKIICT- Department of ICT Division
Web Design & Application Development
BKIAC- Department of CSE, BUET
Artificial Intelligent & Machin Learning
BKIAC- Department of CSE, BUET