About Information Access Center (IAC)

Information Access Center (IAC) স্থানীয় কমিউনিটির জন্য তথ্যপ্রযুক্তি ব্যবহারিক জ্ঞান নির্ভর অফলাইন লার্নিং প্ল্যাটর্ফম। যেখানে দক্ষতা-বিষয়ক প্রশিক্ষণ ও সেমিনার প্রদান করা হয়। সফল হওয়ার জন্য স্থানীয় তরুণরা শিক্ষাক্ষেত্রে প্রতিনিয়ত এগিয়ে গেলেও প্রযুক্তি ব্যবহারিক জ্ঞান নির্ভর বাস্তবমুখী কাজে দক্ষতার অভাব রয়েছে। IAC দক্ষ ফ্রিল্যান্সার ও চাকরির জন্য প্রস্তুত একটি তরুণ সমাজ সৃষ্টির জন্য সময়োপযোগী হার্ডওয়্যার এবং সফটওয়্যাররে ব্যবস্থাপনায় একটি আইটি ল্যাব স্থাপন করে দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

IAC-এর সহযোগিতায় প্রতিষ্ঠিত Information Access Training Institute তথ্যপ্রযুক্তির বিভিন্ন ট্রেড সুযোগ্য প্রশিক্ষক দ্বারা পরিচালনা করছে। প্রশিক্ষণ শেষে দক্ষতা অর্জনে উৎসাহিত করতে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সনদ প্রদান করা হয়। এইভাবে IAC ভবিষ্যত তরুণ প্রজন্মের মধ্যে তথ্যপ্রযুক্তিতে ব্যবহারিক জ্ঞান ও বাস্তবমুখী কাজে বিশেষ ভূমিকা পালন করে আসছে।

লোকেশন : Information Access Center (IAC), চাঁদপুর প্রেসক্লাব ঘাট ও চাঁদপুর পৌর পাঠাগারের পিছনে (চাঁদপুর ল কলেজ একাডেমিক ভবন) নিচতলায় অবস্থিত। নীচের গুগল ম্যাপে অবস্থানটি দেখুন।

About Center Head

Asif Islam

Founder & Principal

Rtn. PP Asif Islam
PGD in ICT
BKIICT- Department of ICT Division
Web Design & Application Development
BKIAC- Department of CSE, BUET
Artificial Intelligent & Machin Learning
BKIAC- Department of CSE, BUET

AUTHORIZED
INSTITUTE OF BTEB

Bangladesh Logo