গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং:
কম্পিউটারে গ্রাফিক্স সফটওয়্যার ব্যবহার করে স্থীর ও চলমান তথ্যকে সৃজনশীলতা দিয়ে রঙ, রেখা, বিভিন্ন সেপ ও ছবির মাধ্যমে উপস্থাপন করাই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। সৃজনশীলতা এবং এপ্লিকেশন টুলস দক্ষতাকে কাজে লাগিয়ে একজন ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করতে পারেন লোকাল ও আউটসোসিং প্লাটফর্মে।
সম্ভাবনাময় পেশা : গ্রাফিক ডিজাইনার, কনটেন্ট ক্রিয়েটর, ক্রিয়েটিভ ডিরেক্টর, ক্রিয়েটিভ এক্সিকিউটিভ, ব্র্যান্ড প্রোমটার, লগো ডিজাইনার, ইউআই ডিজাইনার।
এপ্লিকেশন : Adobe Photoshop, Adobe Illustrator, Adobe InDesign, Adobe Animate & Adobe Premier Pro.
কোর্সের যোগ্যতা: সাধারণ জ্ঞান ও স্মাটফোন পরিচালনার ধারণা।
কোর্সের মেয়াদ: ৩মাস সপ্তাহে তিনদিন ২ঘন্টা ক্লাস।
কোর্সের ফি: ১৫,৫০০/-
মূল্যায়ন সনদ: কারিগরি শিক্ষা বোর্ড সনদ।
কোর্স মডিউল :
প্রিন্ট মিডিয়া: ব্র্যান্ড ডিজাইন, অফিস স্টেশনারী ডিজাইন, বিজনেজ কার্ড ডিজাইন, ব্যানার ও ফেস্টুন ডিজাইন, বরুশিয়ার ডিজাইন, লগো ডিজাইন, পোস্টার ডিজাইন, টি-শার্ট ডিজাইন, নিউজ পেপার লেআউট, ফ্লাইয়ার ডিজাইন, প্রোডাক্ট প্যাকেজিং,পেইজ ম্যাকিং, ম্যাগাজিন ডিজাইন
স্ক্রিন মিডিয়া: ওয়েব ট্যামপ্লেট ডিজাইন, ডিজিটাল মার্কেটিং কনটেন্ট, সোস্যাল মিডিয়া কনটেন্ট, ইউটিউব ভিডিও কনটেন্ট, ইন্টারঅ্যাক্টিভ কনটেন্ট, ফ্রিল্যান্সিং ও আউটসোসিং গাইডলাইন।