Office Application

অফিস এপ্লিকেশন ও বেসিক পোগ্রামিং:

অফিস এপ্লিকেশন ও বেসিক পোগ্রামিং:

মাইক্রোসফট অফিস এপ্লিকেশন (Office Application) হচ্ছে একটি প্যাকেজিং সফটওয়্যার। এই সফটওয়্যার মধ্যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও অ্যাকসেস রয়েছে যা কম্পিউটারে প্রাথমিক ধারণার জন্য খুবই দরকারি। অফিসিয়াল এর জগতে অফুরন্ত সম্ভাবনাময় পেশা অফিস সহকারী। এই সফটওয়্যারগুলো জানা থাকলে আপনি নিজের ডকুমেন্ট ও অফিসিয়াল কাজ ম্যানেজ করতে পারবেন।

প্রোগ্রামিং ভাষা এক ধরনের কৃত্রিম ভাষা যা কোন যন্ত্রে সাথে কমিউনিকেশন করা হয়, এই ভাষা কম্পিউটার যন্ত্র দিয়ে কোন নির্দিষ্ট কাজ করানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। মানুষের মুখের ভাষাগুলোর মতোই  প্রোগ্রামিং  ভাষাগুলিরও  নিজস্ব ব্যাকরণ রয়েছে। বেসিক পোগ্রামিং ভাষা শিখে ভবিষ্যতে নিজেকে পোগ্রামার হিসেবে প্রস্তুত করুন। যেমন কয়েকটি ভাষা হচ্ছে পাইথন, এসকিউএল, এইচটিএমএল ইত্যাদি।

Course Title : Office Application & Basic Programing
Application: Word, Excel, PowerPoint, Access
Language : Html, Css, SQL, Python
Qualification : VIII & SSC
Duration: 3 Months, Fee: 6500/-, Class : Regular

Posted in Uncategorized.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *