Web Design & Develop

ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলমেন্ট কী এবং কেন শিখবেন?

 

ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলমেন্ট কোর্সের বিবরণ

একটি ওয়েবসাইট ব্যবসা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য বহন করে এবং ব্যবসায়ীক সেবা প্রদানের ব্যাপারে কাস্টমারদের  তথ্য দেয়। বাস্তব কথা হচ্ছে, একটি ব্যবসা বা প্রতিষ্ঠানকে উপস্থাপন করার জন্য একমাত্র উপায় হচ্ছে্ একটি ওয়েবসাইট তৈরি করা। ওয়েবসাইট ছাড়া কোন ভাবেই ডিজিটাল মার্কেটিং কৌশল প্রয়োগ করা যায় না। সাধারণত ওয়েব ডেভেলপার ৩ ধরণের হয় ।

ফ্রন্ট এন্ড ডেভেলপার (Front End Developer): ফ্রন্ট এন্ড ডেভেলপাররা, ওয়েবসাইট এর সামনে ইউজার ইন্টারফেস নিয়ে কাজ করে , অর্থাৎ ওয়েবসাইটে যা কিছু দেখা যায় তা ডিজাইন করে।

ব্যাক এন্ড ডেভেলপার (Back End Developer): ব্যাকএন্ড ডেভেলপাররা, ওয়েবসাইট এর পেছনে যা কাজ হয়  যেমন data base management এর কাজগুলো করা।

ফুল স্ট্যাক ডেভেলপার (Full stack Developer): ফুল স্ট্যাক ডেভেলপাররা  ফ্রন্ট এন্ড ব্যাক দু’টি নিয়ে কাজ করে থাকে।

 

কোর্সের উদ্দেশ্য :

ওয়েবসাইট তৈরি করার সকল টুলস ও কৌশল ব্যবহার করতে পারবেন।

ওয়েবসাইট তৈরি ফন্টইন ডিজাইন এবং ব্যাকইন ডিজাইন কোর্ডিং করতে পারবেন।

ডায়ানামিক ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

ওয়েব কম্পোনেট তৈরি করতে পারবেন।

 

কোর্সের বিষয়সমূহ

ফ্রন্ট এন্ড ডেভেলপার (Front End Developer) এর জন্য ৩ টি language যেমন :– HTML (hypertext markup language), CSS (Cascading Style Sheets), Java script (General Language) ব্যাক এন্ড ডেভেলপার (Back End Developer) এর জন্য ৩ টি language যেমন :– PHP (Server Scripting Language), Python (High Level Language), SQL (Structure Query Language) স্বল্প খরচে তিন মাসব্যাপী (৩৬০ ঘন্টা) এই কোসর্টি হাতে-কলমে শিখে প্রয়োজনীয় ওয়েব ডিজাইন কৌশল জানতে পারবেন। বাস্তব কাজের উপরে ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ট্রেইনার দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হবে। কোর্স শেষে পাচ্ছেন একটি সার্টিফিকেট যা আপনার পেশা জীবনে অনেক গুরুত্ব বহন করবে।

 

যোগাযোগ :

চাঁদপুরের সর্ববৃহৎ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত ইনস্টিটিউট কোড #৬৬১১২

ইনফরমেশন অ্যকসেস ট্রেনিং ইনস্টিটিউট’’

কবি নজরুল ইসলাম সড়ক, চাঁদপুর প্রেসক্লাবের পাশে

চাঁদপুর ‘ল’ কলেজ নীচতলা, চাঁদপুর সদর, চাঁদপুর।

মুঠোফোন: 01819843819

ওয়েব: www.informationaccesscenter.com.

 

Posted in Uncategorized.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *